সুফিয়া কামাল
গোল করো না গোল করো না
ছোটন ঘুমায় খাটে।
এই ঘুমকে কিনেত হল
নওয়াব বাড়ির হাটে।
সোনা নয় রুপা নয়
দিলাম মোতির মালা
তাইতো ছোটন ঘুমিয়ে আছে
ঘর করে উজালা।
Copyright © 2011 - বাংলা গল্প ও কবিতার অনলাইন লাইব্রেরী
O2 Design by eches, Blogger Templates by Blog and Web
0 comments:
Post a Comment