অমিতাভ দাশগুপ্ত
মাঠময় খেলে জোনাকির ছেলেমেয়ে
রাত বসে আছে চাঁদের হ্যাজাক জ্বেলে
ঝর ঝর ঝর ঝর
ঝরনা খুঁজছে কোনখানে তার ঘর—
আকাশে বাতাসে দুলছে আলোক ভেলা।
তুমি একা ঘরে বসে রবে
না কি পা টিপে পা টিপে যাবে ?
যদি হাওয়া ডাকে চুপি-চুপি
ঝড় খুলে ফেলে তার টুপি,
যদি লাল নীল কালো মাছ
দীঘি জুড়ে শুরু করে নাচ
ঘরে বসে রবে না কি যাবে
সেই ঝলমলে উত্সবে ?
মাঠময় খেলে জোনাকির ছেলেমেয়ে
রাত বসে আছে চাঁদের হ্যাজাক জ্বেলে
ঝর ঝর ঝর ঝর
ঝরনা খুঁজছে কোনখানে তার ঘর—
আকাশে বাতাসে দুলছে আলোক ভেলা।
তুমি একা ঘরে বসে রবে
না কি পা টিপে পা টিপে যাবে ?
যদি হাওয়া ডাকে চুপি-চুপি
ঝড় খুলে ফেলে তার টুপি,
যদি লাল নীল কালো মাছ
দীঘি জুড়ে শুরু করে নাচ
ঘরে বসে রবে না কি যাবে
সেই ঝলমলে উত্সবে ?
0 comments:
Post a Comment